শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৭
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১:১১ অপরাহ্ন

ইউক্রেনের রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জন। স্থানীয় সময় সোমবার সকালে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্ট্যাফ আন্দ্রি ইয়ারমাক। সূত্র: বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় একজন চিকিৎসকসহ প্রাপ্ত বয়স্ক ২ জন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এটি রাশিয়ার নৃশংস মিসাইল হামলা। ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মিসাইল হামলা হয়েছে। টার্গেট করা হয়েছে অল্পবয়সী ক্যানসার রোগীদের।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটি দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশই তাদের নিজেদের হাসপাতালে আঘাত হেনেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft