রোববার ১৬ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

গাংনীতে গাঁজার গাছসহ আটক ১
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ নাইম হোসেন(২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তারই বাড়ির আঙ্গিনা থেকে ৩৩ টি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। 

আজ সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে গাংনীর হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটি টীম এ অভিযান চালায়। 

আটক নাইম ওই গ্রামের ছের আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

হেমায়েতপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মুবিন জানান, নাইম হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদককারবারী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন উঠতি বয়সের যুবকদের কাছে মাদক বিক্রয় করতো। নাইমের বাড়িতে বিক্রির জন্য গাঁজা আছে মর্মে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির আঙ্গিনা থেকে ৩৩ টি গাঁজা গাছ উদ্ধার ও ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে জেলা গোয়েন্দা পুলিশের হাতে গাঁজাসহ আটক হয় নাইমের বড়ভাই হুমায়ুন। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft