শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

কাপাসিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রোমান গ্রেপ্তার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৭:২০ অপরাহ্ন

কাপাসিয়া থানার বিশেষ অভিযানে রোমান (৪০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

থানা অফিসার ইনচার্জ মো: আবু বকর  মিয়া দৈনিক জবাবদিহি কে এ তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার (০৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার এসআই ইয়ার মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উুলুসারা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রোমান কে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত রোমান উপজেলার টোক ইউনিয়ন উুলুসারা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। 

থানা সুত্রে জানা যায়, আসামি রোমান কাপাসিয়া থানার ২০২০ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারায় অপরাধ করায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আজ দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft