প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৯:০৭ অপরাহ্ন

গোপালগঞ্জে পেছন থেকে মাথায় ডিম ভেঙে কলেজ শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করেছেন লাঞ্চিত শিক্ষক মৃনাল বিশ্বাস। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ এলাকায় ওই শিক্ষককে অপদস্থ করার ঘটনা ঘটে। শিক্ষক মৃনাল বিশ্বাস শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
এ ঘটনার পর শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদের নেতৃত্বে শিক্ষকেরা রাতে জরুরি সভা করেন। ওই সভায় তারা দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
কলেজের অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের বিএ স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। গত ১২ জুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে তিন-চারজন শিক্ষার্থী দেখাদেখি ও কথা বলাবলি করে পরীক্ষা দিচ্ছিলেন। তখন ৪০৮ নম্বর কক্ষের দায়িত্বে ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি তাদের বারবার সতর্ক করেন। ওই শিক্ষার্থীরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তিনি তাদের খাতা নিয়ে যাওয়ার কথা বলেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। গত সোমবার চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষা শেষ হয়েছ। কলেজের কাজ শেষ করে শহরের উদয়ন রোডের বাসায় যাচ্ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসের মিলনায়তনের পাশে পৌঁছালে পেছন থেকে তার মাথায় ডিম ভাঙা হয়।
লাঞ্ছিত শিক্ষক মৃণাল বিশ্বাস বলেন, ১২ জুনের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। এ ব্যাপারে আমি সদর থানায় অভিযোগ করেছি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।