শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

বাংলাদেশ মনোস্পুল পেপারের মূলধন বেড়েছে প্রায় ৪ গুণ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন

পার্ল পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের সাথে স¤প্রতি একীভূত হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং লিমিটেড। দুই কোম্পানি একীভূত হওয়ায় কোম্পানিটির মূলধন প্রায় ৪ গুণ বেড়েছে।

হাইকোর্টের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে বাংলাদেশ মনোস্পুল পেপার 

ম্যানুফেকচারিং লিমিটেড পার্ল পেপার এন্ড বোর্ড মিলস লিঃ শিল্প প্রকল্প দুইটি একীভূত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, একীভূত হওয়ার পূর্বে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা এবং একীভূত হওয়ার পর ৩১ মার্চ, ২০২৪ তারিখে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুঃ কোম্পানী লিঃ এর পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ১০ লাখ ৫১ হাজার ১৬ টাকা।

কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, কোম্পানীর পরিশোধিত মূলধন বৃদ্ধি পাওয়ায় আর্থিক প্রতিবেদনের তুলনামূলক চিত্র বর্তমান বর্ধিত মূলধনের আলোকে তরলীকৃত (উরষঁঃবফ) করে প্রকাশ করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে কোম্পানীর ৩য় প্রান্তিক জুলাই ০১, ২০২৩ হতে মার্চ ৩১, ২০২৪ পর্যন্ত ০৯ মাসে ইপিএস ২.৭১ টাকা হয়েছে যার বিপরীতে পূর্ববর্তী বছরের একই সময়ের ইপিএস ছিল ১.৩২ টাকা। অর্থাৎ চলতি তৃতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে ১০৫ শতাংশ।

পূর্বের পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা। তৃতীয় প্রান্তিক  (জুলাই,২৩-মার্চ,২৪) মিলে ইপিএস হয়েছে ৯ দশমিক ৮৩ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৪ দশমিক ৭৯ টাকা। 

চলতি তৃতীয় প্রান্তিক মিলে কোম্পানীর রেভিনিউ ৭৫ দশমিক ৮৩ কোটি টাকা ও নীট মুনাফা ৯ দশমিক ২৩ কোটি টাকা; এর আগের বছরের একই সময়ে রেভিনিউ ছিল ৬০ দশমিক ২৬ কোটি টাকা এবং নীট মুনাফা ছিল ৪ দশমিক ৫০ কোটি টাকা। রেভিনিউ ও মুনাফা যথাক্রমে বৃদ্ধি পেয়েছে ১৫ দশমিক ৫৭ কোটি টাকা এবং ৪ দশমিক ৭৩ কোটি টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft