বুধবার ১২ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

বঙ্গবন্ধুর সমাধিতে তিন সচিবের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন

জেলার টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড.মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের সচিব মো: মোস্তাফিজুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম শামীমুল হক সিদ্দিকী শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার তারা পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে দরুদপাঠ ও দোয়া করেন। এসময় সেখানে টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ,টুংগীপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সচিবগন পৃথকভাবে বঙ্গবন্ধুর সমাধি সৌধ এলাকার প্রশাসনিক  ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এছাড়া একইদিন বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে দরুদপাঠ ও দোয়া করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft