বুধবার ১২ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

বান্দরবানে পর্যটকের মৃত্যু
লামা (বান্দরবান) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন

বান্দরবানের আলীকদম উপজেলায় ভ্রমণে আসা ইফতে খাইরুল আহম্মেদ আবিদ নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার দিবাগত রাত ১ টায় উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিছুনি উঠে এবং মৃত্যু হয় বলে দাবি করেছে বন্ধুরা।

তবে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আলীকদম ট্যুর গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামো মার্মা।

জানা গেছে, মৃত ইফতেখার উল আহম্মেদ আবিদ (২১) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার মো.হেলাল উদ্দীনের ছেলে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

মৃত নাহিদের বন্ধু নাফিজ হাসান আবিদ বলেন, টাঙ্গাইল এর কালিহাতি থেকে ১২ জন বন্ধু পর্যটক গাইড মোহাম্মদ ইয়াছিন এর তত্ত্বাবধানে বান্দরবানের আলীকদমের মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন। সব কিছু ভালোই ছিল হঠাৎ রাত সাড়ে ১২ টায় তাদের মধ্যে ইফতেখার আহম্মেদ আবিদের খিছুনি উঠে। রাত ১ টার দিকে পার্শ্ববর্তী লামা হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জুনাইয়েদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, মৃতের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft