মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ ১১ ভাদ্র ১৪৩২
 

মাদারীপুরে মাদকসহ দুই ব্যবসায়ী আটক
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৭:০২ অপরাহ্ন

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সদর উপজেলার মোস্তফাপুর পল্লী বিদ্যুত সমিতি অফিস সংলগ্ন এলাকা হতে জিনারুল ইসলাম(৩৩) ও মুন্নি বেগম (৪১) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।

আটকৃত জিনারুল চুয়াডাঙ্গার দর্শনা হিজলগাড়ী এলাকার শুকুর আলীর ছেলে ও মুন্নি বেগম মাদারীপুর মোস্তফাপুর এলাকার আলম মন্ডলের স্ত্রী।

রবিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান মাদারীপুর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা থেকে মাদারীপুর শহরে একটি ফেনসিডিলের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে অভিযান চালায় মাদারীপুর গোয়েন্দা শাখার এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি আভিযানিক দল। পরে মাদারীপুরের মোস্তফাপুর এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকার ৫০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে।

এবিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft