শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

বাগেরহাটে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

বাগেরহাটের মোল্লাহাটে ডোবায় ডুবে আমির হামজা (০৭) ও মো. শফিউল্লাহ (০৮) দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (০৫ জুন) বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত আমির হামজা আড়ুয়াকান্দি গ্রামে আজিজ খানের ছেলে ও শফিউল্লাহ বাকা খানের ছেলে। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১টা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ছোট একটি ডোবায় দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ডোবায় ছোট মাছ ধরতে গিয়ে তারা ডুবে যায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, ওই শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে কথা ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft