প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৫:০৮ অপরাহ্ন

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজি চালক ও একযাত্রী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
শিবালয় উপজেলার আব্দুল লতিফ এর ছেলে (সিএনজির যাত্রী) মোঃ রুবেল মিয়া স্টোন ব্রিকসে চাকরি করতেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজিটি স্টোন বিক্সে যাওয়ার সময় পাটুরিয়া মুখী মিনিস্টার কোম্পানির একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। এসময় সিএনজির চালক মো. আমিনুর বাহিরে ছিটকে পড়ে যায়। একই ইউনিয়নের ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো.রুবেল মিয়া সিএনজির ভেতরে মৃত্যুবরণ করেন।
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে গেলে তাকে দৌলতদিয়া ঘাট থেকে আটক করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।