প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত এক নারী (৫৫) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরির হাট বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, উক্ত নারী দীর্ঘদিন যাবৎ পাগলের বেশে ঘুরে বেড়াতেন ঐ এলাকায়।
ঘটনার দিন সকালে বাজারের চান্দিনার মধ্যে নিজের তৈরি ঝুপড়ির পাশে ঐ নারীর গলা কাটা লাশ পড়ে থকেতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা।
এ ঘটনায় সিআইডি এবং পিবিআই গোপালগঞ্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।