বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

নিপুনকে বয়কট করতে পারে এফডিসি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ ১৯ সংগঠনের জরুরি বৈঠক আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বুধবার (২২ মে) সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত হচ্ছেন এফডিসিতে। আনাগোনা বেড়েছে শিল্পী সমিতির সদস্যদেরও। 

বৈঠক শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। 

সূত্রের খবর, বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম নিয়েও আলোচনা হবে। এ ছাড়া বারবার শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলার কারণে যৌথ সভায় চিত্রনায়িকা নিপুন আক্তারকে ‘বয়কট’র সিদ্ধান্ত আসতে পারে।

নিপুনের সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ডিপজলের বিরুদ্ধে রিটের পর থেকেই ক্ষিপ্ত শিল্পীরা। অভিনেত্রীর এই মামলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সিনিয়র শিল্পী, পরিচালক ও প্রযোজকরা।

এ ছাড়া মিশা-ডিপজলকে অশিক্ষিত বলে কটাক্ষ করায় প্রতিবাদ জানিয়ে এই নিপুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করবেন শিল্পীরা। এতে অংশ নেওয়ার কথা রয়েছে নিপুন সমর্থিত ১০৩ জন শিল্পীদেরও।

সম্প্রতি তারা মিশা-ডিপজল প্যানেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft