শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

মাথাপিছু আয় বেড়েছে, গড় আয় ২ হাজার ৭৮৪ ডলার
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৯:২৭ অপরাহ্ন

দেশে মাথাপিছু গড় আয় বেড়েছে ৩৫ ডলার। চলতি অর্থবছরের সাময়িক হিসাবে এ আয় দুই হাজার ৭৮৪ ডলার। ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৪৯ ডলার।

সোমবার (২০ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মাথাপিছু আয়ের এ হিসাব প্রকাশ করেছে।

ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে। ১০৯ টাকা ৯৭ পয়সা ডলার মূল্যে দেশের মানুষের মাথাপিছু আয় তিন লাখ টাকার বেশি। 

প্রথমবারের মতো তিন লাখ টাকা ছাড়িয়েছে মাথাপিছু গড় আয়। সাময়িক হিসাবে চলতি অর্থবছরের মাথাপিছু গড় আয় তিন লাখ ছয় হাজার ১৪৪ টাকা।

মাথাপিছু আয় একক ব্যক্তির আয় নয়। দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি রেমিট্যান্স অর্থাৎ প্রবাস আয়কেও অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয় হিসাব করা হয়। এ আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়ে থাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft