বুধবার ১২ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাসের কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাংনীর চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার অপরাধে সাইদুল ইসলাম (৩৬) নামের ওই এজেন্টকে কারাদণ্ড প্রদান করা হয়। 

দণ্ডিত সাইদুল ইসলাম ওই গ্রামের লস্কর শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত সাইদুল ইসলাম এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা খাতুনের পোলিং এজেন্ট ছিলেন। সে ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১/চ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। দণ্ডিতকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর   কারাদণ্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft