প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৬:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৯ মে, ২০২৪, ৬:০২ অপরাহ্ন

সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১৯ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আহতদের সাথে কথা বলে জানা গেছে, খেলনা গ্রামের বাদশা শেখ ও রাসেল শেখ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন কোন্দল চলে আসছিল। এরই জের ধরে গতকাল রোববার সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।