শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

নাটোরে নিয়ম ভঙ্গের অভিযোগে প্রার্থীকে জরিমানা
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) মো. শরিফুল হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার(১৩ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় ওই প্রার্থীকে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো: বোরহান উদ্দিন মিঠু।

সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তা মো: বোরহান উদ্দিন মিঠু জানান, সোমবার রাতে উপজেলার ধানাইদহ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল হাসান আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। 

এসময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২০১৬ এর ৩২ বিধিতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সামনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন সেজন্য প্রার্থীকে সতর্ক করা হয়েছে। ভবিষতে কোনো প্রার্থী বার বার আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাদের প্রার্থীতা বাতিলও হতে পারে বলে তিনি জানান।

উল্লেখ্য, আগামী ২৯ মে তৃতীয় ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft