রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

ডিমলায় স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২
নীলফামারী প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ২:০১ অপরাহ্ন

নীলফামারীর ডিমলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রীকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ডিমলা থানা পুলিশ উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাটের রোস্তম আলীর ছেলে আদিল শাহারিয়ার(১৭) ও ডিমলা সদর ইউনিয়নের বাবুর হাট গ্রামের আব্দুস সোবাহানের ছেলে সাইদুজ্জামান সৈকত(১৭)কে সহ দুইজনকে গ্রেপ্তার করেছেন।

রোববার (১২ মে) গণধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলা সুত্রে জানা যায়, গত শনিবার (১১ মে) বিকেলে ছাত্রীটি সদরের একটি বিদ্যালয়ে প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার সময় ডিমলা স্টারল্যান্ড স্কুলের সামনে থাকা আদিল শাহারিয়ার নামের এক কিশোর তার পথ আটকায়। পরে আদিল ও সৈকত নামের দুই কিশোর ফিল্মি স্টাইলে মোটরসাইকেলে তুলে ওই ছাত্রীটিকে ডিমলা মেডিকেল মোড় সংলগ্ন ফজিলাতুন্নেসা স্কুলের পিছনে পরিত্যক্ত টয়লেটের পাশে নিয়ে যায়। সেখানে প্রমিত দাস নামের অপর আরও এক কিশোর উপস্থিত হয়। তারা তিনজন মিলে বিভিন্নভাবে ওই ছাত্রীটিকে কুপ্রস্তাব দেয়। 

একই সময় তারা ছাত্রীটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে যার ভিডিও ধারন করেন আদিল শাহারিয়ার। পরে তারা ওই ছাত্রীটিকে প্রমিত দাসের বাড়িতে যেতে বলেন, অন্যথায় ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয়ভীতি দেখান। ছাত্রীটি যেতে না চাইলেও তিন কিশোর জোর করে ছাত্রীটিকে মোটরসাইকেলে প্রমিত দাসের বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করেন। 

খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক দুই কিশোরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রীটি স্কুলে যাতায়াতের সময় প্রমিত সাহা অনেক আগে থেকেই তাকে উত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। ছাত্রীটি সাড়া না দেওয়ায় ওই কিশোরসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে গণধর্ষণ করেছেন।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।ধর্ষণের শিকার ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নীলফামারী   ধর্ষণ   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft