প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে আরমান শেখ (২০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে উপজেলার দাড়িয়ারকুল নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
গত শনিবার নিখোঁজ হয় আরমান। নিহত ইজিবাইক চালক আরমান শেখ টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মুন্সীরচর গ্রামের তপু শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, প্রতিদিনের মত গত শনিবার সকালে ইজিবাইক নিয়ে বের হয় আরমান।
ঐ দিন দুপুর ২ টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সাথে মোবাইলে কথা হয় তার। তারপর থেকে পরিবারের কেউ আরমানের সাথে যোগাযোগ করতে পারেনি। গত রবিবার বিকালে স্থানীয়রা দাড়িয়ারকুল নদীর পাড়ে লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেছে। মৃতদেহের মাথায় ও থুতনির নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত আরমানের ইজিবাইকটি এখনো পাওয়া যায় নাই। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে প্রেরনের উদ্যোগ নেয়া হয়েছে।