বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

প্রেমিকা রুক্সিনী নন, দেবের গলায় মালা দিলেন অন্য নারী
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৫:০০ অপরাহ্ন

টলিউড তারকা দেব-রুক্সিনীর প্রেমের কথা কারও অজানা নয়। তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন সম্পর্কেকে। মাঝে মাঝেই জোড়ায় জোড়ায় দেখা যায় দেব-রুক্সিণীকে। এবার দেখা গেল অন্য দৃশ্য। প্রেমিকা রুক্সিণী নন, দেবের গলায় মালা পরালেও অন্য এক নারী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে এতে নড়েচড়ে বসার কিছু নেই। কেননা ওই নারী দেবের প্রণয়প্রার্থী নন। তিনি একজন ভক্ত। এক জনসভায় প্রিয় তারকাকে কাছে পেয়ে আবেগী হয়ে পড়েছিলেন। স্বপ্ন পূরণ করতেই মালা পরান। দেবও ভক্তের আবদার মেটাতে কার্পণ্য করেননি। 

দেব বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারে ব্যস্ত। নির্বাচনী আবহে তার ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। কখনও উত্তরের জেলাগুলিতে ঢুঁ মারছেন আবার কখনও বা বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করছেন। টলিউড সুপারস্টারকে দেখতে ভিড়ও হচ্ছে কাতারে কাতারে। 

সেরকমই এক নির্বাচনী প্রচারের ময়দানে এক সুন্দরী আচমকাই দেবের গলায় মালা দেন। স্বপ্নের নায়ককে দেখে তাঁর কাঁধে মাথা রেখে ছবিও তুললেন। তরুণীর এমন কাণ্ডে হতবাক হয়ে তৃণমূলের স্টার প্রার্থী যেন লাজুক হাসি লুকোতেই পারলেন না। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft