প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৭:২১ অপরাহ্ন

ইংল্যান্ডের হয়ে ঝলমলে ক্যারিয়ার পেসার জেমস অ্যান্ডারসনের। ইতোমধ্যে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। তবে এবার থামতে হচ্ছে তাকে। চলতি গ্রীষ্মে লর্ডস টেস্টই হবে ইংল্যান্ডের জার্সিতে তার খেলা শেষ ম্যাচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অবসরের ঘোষণা দিয়ে এই ইংলিশ তারকা লেখেন, ‘চলতি গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।’
এছাড়া ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলার কথাও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, শৈশব থেকেই তিনি ক্রিকেট খেলতে ভালোবাসতেন। তিনি বলেন, ‘আমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য এটি একটি অবিশ্বাস্য ২০ বছর হয়েছ। যে খেলাটি আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম। আমি ইংল্যান্ডের জন্য খুব বেশি ওয়াক আউট মিস করতে যাচ্ছি।’
‘কিন্তু আমি জানি যে সময়টি একপাশে সরে যাওয়ার এবং অন্যদের তাদের স্বপ্নগুলি ঠিক যেমনটি আমি পেয়েছি ঠিক সেভাবে উপলব্ধি করার জন্য উপযুক্ত, কারণ এর চেয়ে বড় অনুভূতি আর নেই। ক্রিকেটকে বিদায় জানানোর এখনই তার উপযুক্ত সময়।’ নতুন দিনের চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতির কথা জানিয়ে এই ক্রিকেটার বলেছেন, ‘এবার তিনি গলফে আরো বেশি সময় দিতে পারবেন।’
২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন অ্যান্ডারসন। পরের বছরই লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ডানহাতি এই পেসারের। ক্রিকেটের মক্কা খ্যাত সেই লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। আগামী ১০ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটি।
এই বছরের শুরুতে ইংল্যান্ডের ভারত সফরের শেষ ম্যাচে তৃতীয় বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়েন অ্যান্ডারসন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাদা পোশাকে তার উপরে আছেন কেবল দুজন বোলার মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮)।