রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

নড়াইলে বাইসাইকেল-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৩:৪০ অপরাহ্ন

নড়াইলে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে মামুন সমাদ্দার নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাইসাইকেল আরোহী কাজেম আলী আহত হয়েছেন।

আজ শনিবার (১১ মে) সকালে সদর উপজেলার নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মামুন সমাদ্দার পৌরসভার রঘুনাথপুরের বাবলু সমাদ্দারের আর কাজেম আলী সদরের উজিরপুর গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে খুলনা যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন মামুন সমাদ্দার। সদরের কাড়ারবিল পৌঁছালে বিপরীত থেকে আসা কাজেম আলীর বাইসাইকেলের  সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন সমাদ্দারকে মৃত ঘোষণা করেন। কাজেম আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft