শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব। যার প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। মূলত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বিরতির সম্ভাবনা ক্ষীণ হওয়ায় তেলের দাম বেড়েছে। 

এছাড়া আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংকট বিশ্বের বৃহত্তম এই তেল উৎপাদনকারী অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে পারে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার (০৬ মে) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বেড়ে ২৪ ডলারে উঠেছে। এ ছাড়া ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২৯ সেন্ট বেড়ে ৪০ ডলারে উঠেছে।

এশিয়া, উত্তর-পশ্চিম ইউরোপ এবং ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোতে জুন মাসে সৌদি আরব যে তেল বিক্রি করবে তার দাম বাড়ানো হয়েছে। 

গত সপ্তাহে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় জ্বালানি তেলের দাম কমেছিল। কিন্তু সপ্তাহের শুরুতে সেই ধারা ভেঙে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ল। 

এদিকে টানা দ্বিতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রে সক্রিয় তেল ও গ্যাসের খনির সংখ্যা কমেছে, বিশেষ করে তেলের খনির সংখ্যা কমেছে বেশি। এক সপ্তাহের ব্যবধানে সাতটি কমে সক্রিয় খনির সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯টিতে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   অর্থনীতি   বানিজ্য   জ্বালানি তেল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft