মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

নড়াইলে প্রচন্ড গরমে খাবার পানি স্যালাইন ও ক্যাপ বিতরণ
নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন

প্রচন্ড তাপদাহের মধ্যে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় ভ্যান ও অটোবাইক চালকদের মাঝে খাবার পানি, খাবার স্যালাইন এবং ক্যাপ বিতরণ করা হয়েছে। 

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে আজ রোববার (৫ মে) দুপুরে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-সমাজসেবক গোলাম মোর্ত্তজা স্বপন, ট্রাফিক পুলিশের পরিদর্শক কাজী হাসানুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলম, হাফিজ খান মিলন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরানসহ সদস্যরা।  

আয়োজকরা জানান, নড়াইলে একটানা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ। বিশেষ করে ভ্যান ও অটোবাইক চালকসহ খেটে খাওয়া মানুষেরা অনেক কষ্টের মধ্যে আছেন। তাদের কষ্ট কিছুটা নিবারণের জন্য বোতলজাত খাবার পানি, খাবার স্যালাইন এবং ক্যাপ বিতরণ করা হয়েছে। পরবর্তীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তাপদাহ   তীব্র গরম   নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft