বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

নাটোরে অপহরণের পর গণধর্ষণ: মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

১২ বছর পর নাটোরের সিংড়ায় অপহরণ পর জোরপূর্বক গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মো. ছাবির আহমেদ আবু সাইদ (২৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

আজ শুক্রবার(৩ মে) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা বিমানবন্দর গোলচত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে নাটোর র‍্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. ছাবির আহমেদ আবু সাইদ(২৬) নাটোর বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

র‍্যাব নাটোর-৫ জানান, নাটোর জেলার সিংড়া উপজেলায় এক ভূক্তভোগী নারীকে অপহরণের পর গণধর্ষণের করে  আসামিরা। পরে ২০১২ সালে ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী পরিবার। পরে 
২০২৩ সালের ৫ এপ্রিল আদালত এ মামলার রায় ঘোষণা করেন। এ মামলায় পলাতক প্রধান আসামি আবু সাইদকে মৃত্যুদন্ড প্রদান করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিক্তিতে ঢাকা র‍্যাব-১ এবং রাজশাহী র‍্যাব-৫ যৌথভাবে একটি অপারেশন দল একটি অভিযান পরিচালনা করেন। এসময় ভূক্তভোগী নারীকে অপহরণের পর গণধর্ষণের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মো. ছাবির আহমেদ আবু সাইদকে ঢাকা বিমানবন্দর গোলচত্ত্বর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অপহরণ   গণধর্ষণ   গ্রেপ্তার   নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft