রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫:০৩ অপরাহ্ন

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২১ জন।  শুক্রবার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজের জানান, একটি বেসরকারি সংস্থার বাস রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। পথে কারাকোরাম হাইওয়ের গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পরে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায় বলে জানান রিয়াজ। তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চিলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পর আহতের সংখ্যা প্রাথমিকভাবে ৩৫ থাকলেও পরে অনেকে আঘাতের কারণে মারা যান বলে জানান উদ্ধারকারী এই কর্মকর্তা।

বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন উল্লেখ করে গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft