বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

বিএনপি এখন নিজেরাই বিভক্ত: কাদের
জবাবদিহি ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ন

দেশের বিরোধী দল কথা সর্বস্ব। বাস্তবে বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে তাদের বিষয়ে জনমনে অসন্তুষ্টি শুরু হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি এখন নিজেরাই বিভক্ত।

আজ শুক্রবার (৩ মে) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের। উপজেলা নির্বাচনে দলের কেউ কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছে কিনা সে বিষয় ক্ষতিয়ে দেখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে দলের সভানেত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী স্বজন বলতে স্ত্রী ও সন্তানদের কথাই বলেছেন বলেও পরিষ্কার করেন।

সংবাদ সম্মেলনে কাদের বলেন, অনেকেই মনোনয়ন প্রত্যাহার করা শুরু করেছেন। আমার স্বজনও প্রার্থী আছেন, তবে আমি প্রভাব বিস্তার করছি কিনা অথবা সমর্থন দিচ্ছি কিনা সেটা দেখার বিষয়। কোনো অবস্থাতেই আমি মুখে একটা কাজে অন্যটা করবো না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   কাদের  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft