শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে যুবদলের সহায়তা প্রদান
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৭:১২ অপরাহ্ন

ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের ধুলদি রাজাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে যুবদল।

আজ বুধবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ নগদ অর্থ তুলে দেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ জানান। 

এসময় স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

গত সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে ধুলদি রাজাপুরের অটোরিকশা চালক বারী বিশ্বাসের বসতবাড়ির তিনটি ঘর, গাছপালা ও মালামাল সহ নগদ টাকা পুড়ে যায়। এতে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি।

এসময় কোতোয়ালি থানা বিএনপি নেতা মো. আব্দুর রব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ জোয়ার্দার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ডা. জিয়া, যুবদল নেতা রেজারেজা মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft