শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ ১৩ ভাদ্র ১৪৩২
 

কুকিচিন ধরা দিলে পুনর্বাসন, থাকছে আলোচনার সুযোগ: র‌্যাব
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন

পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিনের সদস্যদের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অপহরণের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম। 

তিনি বলেছেন, কুকিচিন সদস্যরা আত্মসমর্পন করলে তাদের পুনর্বাসন করা হবে। তবে তারা শান্তির পথে না আসা পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলবে।

বুধবার বিকেলে বান্দরবান সা‌র্কিট হাউজে সাংবা‌দিক‌দের সঙ্গে  ব্রিফিংয়ে তিনি এসব কথা ব‌লেন।

র‌্যাব ডিজি বলেন, আমা‌দের স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর এ দে‌শে কোনো সশস্ত্র সন্ত্রাসীরা থাক‌তে পার‌বেনা। আমরা চাই যারা বিপ‌থে গেছে, তারা য‌দি আত্মসর্মপণ ক‌রে তাহ‌লে তা‌দের‌ সু‌যোগ দি‌য়ে পুনর্বাসনের সু‌যোগ দেয়া হ‌বে। এর আগে জলদস্যুদের পুনর্বাসনের কথাও স্মরণ করে দেন র‌্যাব ডিজি।   তিনি বলেন, তবে তারা যতক্ষণ শা‌ন্তির প‌থে না আস‌বে, ততক্ষণ অ‌ভিযান চলবে।

কুকিচিনকে আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তারা ইচ্ছে কর‌লে শা‌ন্তি ক‌মি‌টির সঙ্গে আবা‌রও আলোচনায় বস‌তে পার‌বে। অথবা জেলা প্রশাসক কিংবা পু‌লিশ সুপা‌রের মাধ্যমে আলোচনায় ব‌সে আলাপ-আলোচনায় ব‌সার সু‌যোগ র‌য়ে‌ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft