শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

বাংলাদেশ সফরের জন্য ভারতের দল ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

এ বছর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেপ্টেম্বর–অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় নারীরা। ২৮ এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।

আসন্ন এই সিরিজ উপলক্ষে আজ ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে দুজন নতুন মুখ নিয়ে আসছে ভারতীয়রা।   

ঘোষিত ১৬ জনের স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আশা সোভানা ও সাজানা সজীবন। এছাড়াও দীর্ঘদিন পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা। বাঘিনীদের বিপক্ষে সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুইটি ম্যাচ হবে দিবারাত্রির। সিরিজের তৃতীয় এবং চুতুর্থ ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। এরপর শেষ ম্যাচটিও হবে দিবারাত্রির।

ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (সহ–অধিনায়ক), শেফালি বর্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft