শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

রাজনীতিতে আসার কারণ জানালেন রচনা
প্রকাশ: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গে জমে উঠেছে লোকসভা নির্বাচন। গতবারের মতো এবারও প্রার্থীদের মধ্যে তারকাদের প্রাধান্য। এবারই প্রথম তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েছেন রচনা ব্যানার্জি। এবার তিনি জানালেন রাজনীতিতে আসার কারণ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

দিদি নম্বর ওয়ানের মতে তিনি এই শো থেকে সব কিছু পেয়েছেন জীবনের। কিন্তু কথাতেই বলে কিছু নিলে কিছু দিতেও হয়। তাই এতদিন কেবল নেওয়ার পর এবার সেটা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি রাজনীতিতে এসেছেন। মানুষের জন্য কাজ করতে চান বলেই তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতির ময়দানে নেমেছেন। দাবি রচনার।

বর্তমানে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির বিভিন্ন প্রান্তে জমিয়ে প্রচার সারছেন। এদিন প্রচারের ফাঁকে হুগলির চুঁচুড়ায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আড্ডাও দেন কিছুক্ষণ। সেখানেই তিনি রাজনীতিতে আসা প্রসঙ্গে বলেন, 'জীবনে টাকা পয়সা, প্রতিপত্তি, ভালোবাসা, সংসার, ছেলে সব পেয়েছি। এবার দেওয়ার পালা তাই রাজনীতিতে এলাম।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft