রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন

রাজধানীর সদরঘাটে লঞ্চে ওঠা নামার সময় দড়ি ছিঁড়ে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনের অবস্থা গুরুতর। নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিন করা হবে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলের দিকে এমভি তাশরিফ পরিবহনকে ধাক্কা দেয় এমভি ফারহান নামে অপর একটি লঞ্চ। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে।  

তবে তাৎক্ষণিকভাবে নারী-শিশুসহ নিহত পাঁচজনের নাম-পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীসহ সদরঘাট লঞ্চঘাটের একাধিক সূত্রে জানা গেছে, ১১ নম্বর পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচজন যাত্রী লঞ্চে উঠার সময় গুরুতর আহত হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিকেলে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চে ওঠা নামার দড়ি ছিঁড়ে যায়। এতে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। একই সঙ্গে গুরুতর আহত অবস্থায় আরও ১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft