বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট’
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ন

নাটকীয়তাপ্রিয় পাকিস্তান ক্রিকেটে নাটক যেন লেগেই থাকে। তেমনি ম্যান ইন গ্রীনদের নিয়ে আলোচনাও চলতেই থাকে। গত বছরের বিশ্বকাপের পর থেকেই নানা রকম উত্থান-পতন দিয়ে আলোচনার জন্ম দেয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড কদিন আগেই আরও একবার অধিনায়ক পদে বদল এনে আলোচনার সৃষ্টি করেছিল। এরপর দলে ফিরিয়ে আনা হয়েছে অবসর নেয়া দুই সাবেক তারকা ক্রিকেটারকে।

বিশ্বকাপকে সামনে রেখে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। ঘোষিত দলে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম। এছাড়াও দলে আছেন আরব আমিরাতের হয়ে খেলতে চাওয়া উসমান খানও।

এদিকে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার পর সামাজিক মাধ্যম এক্সে রহস্যময় এক পোষ্ট দিয়েছেন কদিন আগেও পাকিস্তান ক্রিকেটের হর্তাকর্তা হিসেবে থাকা মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপের পর তাকেই দলের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি, ছিলেন দলের প্রধান কোচও। 

তবে অস্ট্রেলিয়া সফরে দলের ব্যর্থতার পর চার বছরের চুক্তি থাকা স্বত্বেও ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। দায়িত্ব নেয়ার দুই মাসের মধ্যেই তাঁকে অব্যাহতি দেয়া হলেও তাঁর বেতন পরিশোধ করা হয়নি বলেও জানা গেছে।

এদিকে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব হারানো হাফিজ এক্সে এক পোস্টে লিখেছেন, ‘শান্তিতে ঘুমোও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট।’ সাবেক এই ক্রিকেটার কেন এমন পোস্ট দিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই ধারণা করছেন, মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমকে হঠাত করে দলে নেয়ার কারণেই এমন ক্ষোভ প্রকাশ করেছেন হাফিজ। উসমান খানকে দলে নেয়াও এর কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।

এদিকে আমির এবং ইমাদকে দলে নেয়া বেশ সোজা ছিল বলেই জানিয়েছেন নির্বাচক ওয়াহাব রিয়াজ। তিনি বলেন, ‘ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমিরকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি একেবারেই সোজা ছিল। তারা নির্বাচনের জন্য মুখিয়ে ছিলেন। হারিস রউফের ইনজুরি এবং মোহাম্মদ নওয়াজের বর্তমান ফর্ম বিবেচনায় আনা হয়েছে। আমির এবং ইমাদ উভয়েরই ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে এবং আমরা বিশ্বাস করি তারা ধারাবাহিকভাবে দলের উদ্দেশ্যকে শক্তিশালী করতে শক্তিশালী পারফরম্যান্স সরবরাহ করবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft