বুধবার ১২ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

রাজাপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে ঝালকাঠির রাজাপুরে একটি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল বুধবার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের নাপিতের হাট এলাকায় প্রায় ৪৫ টি পরিবারের শতাধিক সদস্য এই ঈদের জামাতে অংশ নেয়।

সকাল ৮ টায় স্থানীয় দারুস-সুন্নাহ্ ঈদগাহ মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। এসময় ইমাম তাদের সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপনের বিষয়টি কুরআন হাদিসের আলোকে বুঝিয়ে বলেন। আনন্দঘন মুহুর্তে তারা নামাজ শেষে কোলাকোলি করে সবাই আনন্দ ভাগাভাগি করে নেন।

ঈদের নামাজ শেষে ঈমাম বলেন, আমরা কোনো সংগঠনের অনুসরণ করিনা আমরা আল্লাহ ও তার রাসুলের অনুসরণ করি। আল্লাহর রাসুল বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো, এই চাঁদ পৃথিবীর আকাশে কোথাও উঠলে তাতে দুজন মুসলিম স্বাক্ষ্য দিলে এই স্বাক্ষী গ্রহন করে সিয়াম এবং ঈদ পালন করো। আমরা ২০১২ সাল থেকে এভাবে সিয়াম এবং ঈদ পালন করে আসছি । এখানে মহিলারা আলাদাভাবে নামাজ আদায় করে থাকে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft