বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় হাফেজ নিহত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১১:২২ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানাধীন বিবিরহাট-কাজীরহাট সড়কে সিএনজি অটোরিকশা-নছিমনের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। রোববার (৭ এপ্রিল) দুপুরে সড়কের বণিকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাকিল আহমেদ (১৭) ভোলা জেলার বাসিন্দা মুহাম্মদ নুরুদ্দিনের ছেলে। 

তিনি উপজেলার আল জামেয়াতুল বাবুনগর মাদ্রাসার ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল কয়েকজন বন্ধুসহ দুপুরের দিকে সিএনজি অটোরিকশাযোগে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে বিবিরহাট-কাজীরহাট সড়কের বণিকপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমনের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শাকিল গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. তাসলিমা নাসরিন বলেন, ‘মুমুর্ষ অবস্থায় এক কিশোরকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার মাথায় এবং বুকে একাধিক জখম ছিল। 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে আমাদের এখনো কেউ কোনও অভিযোগ দেননি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft