শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

লুটন টাউনকে হারিয়ে শীর্ষে আর্সেনাল
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন

প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছিল মিকেল আর্তেতার আর্সেনাল। কিন্তু যদিও লুটনের বিপক্ষে সেই আগ্রাসী গানার্সদের দেখা যায়নি। বরং লুটনই লিগ লিডারদের চোখে চোখ রেখে খেলেছে। ৪২ শতাংশ বল পজিশন ধরে রেখে সুযোগমত কাউন্টার অ্যাটাক করেছে সফরকারীরা। 

তবে গোল পেয়েছে আর্সেনালই। দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড ২৪ মিনিটে গোল করে এগিয়ে দেন তাদের। এরপর ৪৪ মিনিটে দাইকি হাশিওকার আত্মঘাতী গোলে লিড দ্বিগুণ করে গানার্সরা। 

এই জয়ের পর ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট মিকেল আর্তেতার শিষ্যদের। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল। সমান ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় ৩০ ম্যাচ খেলা সিটি। ৩১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চতুর্থ অ্যাস্টন ভিলা। আজ রাতেই অবশ্য মাঠে নামবে লিভারপুল। আর্সেনালকে টপকে লিগের শীর্ষে চলে যেতে পারে তারা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft