রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

মাদারীপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৪:০৯ অপরাহ্ন

মাদারীপুরের ডাসারে মোঃ লোকমান মাতুব্বর(৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে ডাসার থানা পুলিশের একটি চৌকস দল।

আটককৃত মাদক ব্যবসায়ী লোকমান মাতুব্বর ডাসার উপজেলার পশ্চিম পুয়ালী গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে।

জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাসায় থানার এসআই মোঃ আক্তারুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাঠেরপুল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী এক ব্যক্তি দৌড়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় পুলিশ কনস্টেবল নাজমুল জীবনের ঝুঁকি নিয়ে আসামিকে দ্রুত গ্রেপ্তার করার লক্ষ্যে পুকুরে ঝাঁপ দেয়। পরে সাঁতরে ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন তিনি।

পরে গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,আটককৃত লোকমান মাতুব্বর একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।পরবর্তীতে একটি মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলেও পুলিশের পক্ষ হতে জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft