মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ ১১ ভাদ্র ১৪৩২
 

বলের পেছনে ৫ জন ছোটার কারণ জানালেন জাকির
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

 
চট্টগ্রাম টেস্টে অদ্ভূত সব ঘটনার সাক্ষী হচ্ছে দর্শকরা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে স্লিপে হেলমেট পরে দাঁড়াতে দেখা যায় জয়, দিপুদের। তারপরও তিনজন মিলে স্লিপে ধরতে পারেনি এক ক্যাচ। 

তৃতীয় দিন শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় দেখা গেল আরেকটি ঘটনা। লঙ্কান ব্যাটারের ব্যাটের কানায় বল লেগে স্লিপের পাশ দিয়ে থার্ডম্যান অঞ্চলে যায়।

ওই বল ধরার জন্য স্লিপ ও পয়েন্টের পাঁচ ফিল্ডার দৌড় শুরু করেন। যেন বল ধরা নয় নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতায় নেমেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে বলের পেছনে পাঁচজনের ছোটা নিয়ে ট্রল হচ্ছে। 

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এক বল ধরতে ওভাবে পাঁচজন ছোটার কারণ ব্যাখ্যা করেছেন ওপেনার জাকির হাসান। তার মতে, দল ভালো করলে সকলে সর্বোচ্চ চেষ্টাটা দেখানোর চেষ্টা করে। ওটা ছিল তারই অংশ। 

তিনি বলেন, ‘টিম ভালো পরিস্থিতিতে থাকলে, উইকেট পড়লে সবার বাড়তি চেষ্টা চলে আসে। আমরা সব সময় ওই চেষ্টাটা ধরে রাখার চেষ্টা করছি। ওই সর্বোচ্চ চেষ্টাটা দেওয়ার কারণেই সকলে বলটা চেজ করতে চেয়েছিল।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft