বুধবার ১২ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

বিয়ের ছবি ভাইরাল, মুখ খুললেন অভিনেতা শরিফুল
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি বিয়ের ছবি। সেখানে বরের বেশে দেখা গেছে খুদে অভিনেতা শরিফুলকে। এরপরই গুঞ্জন ওঠে বিয়ে করেছে শরিফুল। এবার বিষয়টি নিয়ে মুখ খুলল এই অভিনেতা।

সংবাদমাধ্যমকে সে জানায়, এটি অনেক আগের ‘বিয়ান আমার ক্রাশ’ নামের নাটকের শুটিংয়ের একটি ছবি। তার ভাষ্য, আমিও দেখছি কয়েক দিন যাবৎ ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে। আমি দর্শকদের বলব, আমি এখনো অনেক ছোট, এখন কাজ নিয়েই আছি। বিয়ে আরো অনেক পরের কথা।

শরিফুলের বাড়ি গাজিপুর। তার বাবা একজন মুদি দোকানদার। বাবার দোকানে সবসময় বসে থাকত শরিফুল। কেউ চা-বিস্কুট চাইলে দেওয়ার কাজ করত। বাবার দোকানে ও দোকানের আশপাশে প্রায়ই শুটিং হতো। কখনও শুটিংয়ে আসা শিল্পী, কলাকুশলীদের চা-বিস্কুট পৌঁছে দিত শরিফুল আর লুকিয়ে দেখত শুটিং। 

সেখান থেকেই নজরে আসে নির্মাতাদের। গিয়াস উদ্দিন সেলিমের নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় তার। এরপর বিজ্ঞাপন, নাটক, সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করে শরিফুল।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft