শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

রাজধানীর মালিবাগে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগ মোড়ে হোটেল শাহজালালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছে। 

দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- সবুজ (২৪), মোঃ মারুফ (১৬), মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)। দগ্ধরা সবাই ওই হোটেলের কর্মচারী।

দগ্ধ মারুফ জানান, আমরা চারজনই ওই হোটেলের কর্মচারী। আজ সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আমাদের তিনজনকে ঢাকা মেডিকেল বার্নে ও আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, আজ সন্ধ্যার দিকে মালিবাগ থেকে সবুজ ২৭ শতাংশ দগ্ধ, মারুফ ১৮ শতাংশ দগ্ধ, জুলহাস ১৬ শতাংশ দগ্ধ এবং হান্নানকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসা হয়। বর্তমানে তাদেরকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft