শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

আগামী মঙ্গল-বুধবার রোজা শুরু হতে পারে
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:২২ অপরাহ্ন

হিজরি ক্যালেন্ডারে শাবানের পরই আসে রমজান মাস। সেই হিসাবে আর কয়দিন পর থেকেই রমজান শুরু হওয়ার কথা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আগামী সোমবার বা মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।  মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১০ মার্চ হলো হিজরি ২৯ শাবান। এদিন চাঁদ দেখা গেলে সোমবার থেকে এসব দেশে পবিত্র রমজান মাস শুরু হবে। আর পরদিন চাঁদ দেখা গেলে আগামী মঙ্গলবার থেকে রোজা শুরু হতে পারে। 

যুক্তরাজ্যে চাঁদ দেখার কাজ করে নটিক্যাল আলমানাক অফিসের অধীন ক্রিসেন্ট মুন ওয়াচ। 

প্রতিষ্ঠানটি জানায়, ১০ মার্চ গ্রিনিচ মান সময় (জিএমটি) বিকেল ৫টা ২৩ মিনিটে চাঁদ উঠতে পারে। সেটি হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ার কিছু অংশ থেকে দেখা যেতে পারে। সৌদি আরব থেকে সেদিন রাতে খালি চোখে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা একেবারে কম। এই হিসাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে রোজা পালন শুরু হয়। এই হিসেবে বাংলাদেশে বুধবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। 

তবে সংশ্লিষ্টরা বলছেন, ১২ মার্চই বেশির ভাগ দেশে রোজা রাখা শুরু করতে পারেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রোজা শুরু হওয়ার বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বাংলাদেশে ১২ বা ১৩ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft