বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

পটুয়াখালীর নতুন বাজারে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
পটুয়াখালী সংবাদদাতা:
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন

পটুয়াখালী নতুন বাজার এলাকায় জেলা আওয়ামীলীগ অফিস সংলগ্ন কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি তালাবদ্ধ ইলেকট্রিক দোকানের ভিতরে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এর কিছুক্ষণ পরেই আগুনের লেলিহান দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।

পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, আমাদের প্রায় সাড়ে ৮টার দিকে ফোন করা হয়েছে। আমরা খবর পেয়ে এসে দেখি কয়েকটি দোকানের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা কাটার দিয়ে দোকানগুলোর তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় দুইটি ব্যাবসা প্রতিষ্ঠানের আনুমানিক ১৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সুমন টেলিকম, নুর ইলেকট্রনিক্স, প্রাইম ইলেকট্রনিক্স সহ বেশ কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft