শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

মা হওয়ার দিনক্ষণ জানালেন দীপিকা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১১ অপরাহ্ন

দাম্পত্য জীবনের পাঁচ বছর পেরিয়ে গেছে দীপিকা-রণবীরের। বিয়ের পর ভালোবাসা পালানোর কথা শোনা গেলেও তারা ধরে রেখেছেন। এবার সেই বন্ধন আরও দৃঢ় হওয়ার পালা। কেননা মা হতে যাচ্ছেন দীপিকা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন দীপিকা। জানালেন দিনক্ষণ। 

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন দীপিকা ও রণবীর। যেখানে শুধুই উল্লেখ করেছেন ২০২৪ সালের সেপ্টেম্বর মাস। সঙ্গে প্রার্থনার ইমোজিও পোস্ট করেছেন দীপিকা।

শোনা যাচ্ছে, চার-পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) মঞ্চে মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা আইভরি রঙের চুমকি শাড়িতে নজর কেড়েছিলেন। 

বাফটায় সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়িয়ে দীপিকার একটি ছবি ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে চর্চা শুরু হয়। তেমনই চর্চা শুরু হয়েছে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে। সূত্রের খবর, মা হতে চলেছেন অভিনেত্রী। এ বছর বর্ষার মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান।

সন্তান নিয়ে এর আগেও কথা বলেছিলেন দীপিকা। তবে রণবীরের না, হলিউড তারকা ভিন ডিজেলের সন্তানের মা হতে চেয়েছিলেন তিনি। মজার ছলে বলেছিলেন, ‘সবই আমার মাথায় চলছে। হ্যাঁ, আমার মাথায় হয়তো চলছে ভিন ডিজেলের সঙ্গে সুন্দর বাচ্চাদের জন্ম দিই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft