বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

ফেরদৌসের হাতে নৌকা তুলে দিলেন ঋতুপর্ণা
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন


টলিউডে অভিনয়ের সূত্র ধরে পশ্চিমবঙ্গের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন ফেরদৌস। সেখানে বেশ জনপ্রিয়তা আছে তার। ওই জায়গা থেকে টালিগঞ্জে বন্ধুর সংখ্যা কম না এ নায়কের। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বন্ধুত্বটা বেশিই গভীর।  এদিকে আজ বৃহস্পতিবার ঢাকা এসেছেন ঋতুপর্ণা। প্রিয় বন্ধু ফেরদৌসের সঙ্গে একই অনুষ্ঠানে দেখা হয়েছে তার। সেসময় ফেরদৌসের হাতে নৌকা তুলে দেন ঋতুপর্ণা। 

আগামী এপ্রিলে বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের জন্মমাস । তার স্মরণে আগামী ২০ ও ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হবে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব।’

মূলত ওই উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন অভিনেত্রী। সেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন নায়ক-সংসদ সদস্য ফেরদৌসও। সেখানেই ঋতুপর্ণার হাতে আওয়ামী লীগের প্রতীক হিসেবে নৌকা তুলে দেন তিনি।

এ সময় ফেরদৌসকে তিনি বলেন, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। আই অ্যাম প্রাউড অব হিম। কাজের থেকে আমাদের বন্ধুতের জায়গাটা বিশাল। আমরা সবসময় আলোচনা করতাম আরও ভালো কাজ কিভাবে করা যায়। ওর একটা স্বপ্ন ছিলো। সেটা পূরণ হয়েছে। আমি জানি ও ভালো একজন মানুষ। ও মানুষের জন্য ভালো কাজ করবে এটা আমি জানি। সবার একদম রাইট চয়েস।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft