১৯৫২ সালের আজকের এইদিনে রফিক, শফিক, বরকত, জব্বারদের রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আমরা পেয়েছি। তাই এই দিনকে স্মরণ করে প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বাঙালির বিশেষ এই দিনটিতে পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়শন (পিবজার) উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি (বুধবার) ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সচিবালয়ে আগুন লুজ কানেকশন থেকে: তদন্ত কমিটি
পিবজার সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্র নাথ সরকারের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রিন্সিপাল মোনায়েম, অর্থ সম্পাদক তছলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বশিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সুমন, নির্বাহী সদস্য এ আর মামুন, ড. মারুফ নাওয়াজ, মোহাম্মদ আনিসুজ্জামান, সাধারণ সদস্য শেলিনা শেলী, নন্দিতা ধারা দত্ত, রিমন, খায়রুল বাশারসহ অন্যরা।