শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

নাটোরে বিদেশি পিস্তুল ও গুলিসহ গ্রেপ্তার ১
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে বিদেশি পিস্তল, গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আব্বাস আলী (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

আজ সোমবার বেলা ১১টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আব্বাস আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, আব্বাস আলী রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসে অবৈধ অস্ত্র নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজারর এলাকায় একটি আঁচল পরিবহনে তল্লাশি করেন। 

এসময় আব্বাস আলী নামে এক যাত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন জব্দ করেন। তাকে গ্রেপ্তারের পর গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft