শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
 

সাজেকে পৌঁছেছেন রাষ্ট্রপতি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১০ অপরাহ্ন

আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি সাজেকে পৌঁছেছে। তিন দিনের সফরে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি। 

রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে সাজেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, মহামান্য রাষ্ট্রপতির সফরকে ঘিরে সাজেকে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতির এ সফরকালে সাজেকে নিরাপত্তা জোরদার থাকবে। তবে ওই পর্যটনকেন্দ্রের কটেজ, রিসোর্ট, হোটেল, মোটেল কোনোটাই বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি। তাই সবকিছু স্বাভাবিক ও খোলা থাকবে। সাজেকে রাষ্ট্রপতির এ সফরসূচি ভ্রমণের উদ্দেশ্যে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবকাশ যাপনের জন্য গত বছর ২০-২২ ডিসেম্বর সাজেকে সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft