শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩২ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে নুপুর (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি,নির্যাতন করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের চর ঠেংগামারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ হাসপাতাল হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত নুপুর চর ঠেংগামারা গ্রামের মোঃ রিপন বেপারীর মেয়ে ও উত্তর ঠেংগামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী।

নিহত গৃহবধূর বাবা রিপন বেপারী জানান,ছয় বছর আগে রিপনের সঙ্গে মেয়ের বিয়ে দেন।তাদের সংসারে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নুপুর প্রায়ই বলতো তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করে, মেরে ফেলার হুমকি দেয়। গত ৪ তারিখ হতে ৭ তারিখ পর্যন্ত নুপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল। গত বুধবার সে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মেয়ের স্বামী রিপন ও তার পরিবারের নির্যাতনেই নুপুর নিহত হয়েছে বলে দাবি করে এ ঘটনার এর সুষ্ঠু বিচার চান তিনি।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী রিপন সহ দুইজনকে আটক করেছে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft