শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

ইয়ামাহা এফজেড-এক্স হলো নতুন এডিশনে
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ন

নতুন এডিশনে বাজারে এলো ইয়ামাহা এফজেড-এক্স মডেলের মোটরসাইকেল। বাইকটি ক্রোম এডিশনে বুধবার ভারতের বাজারে এসেছে।  যা কিছুদিন আগে ভারত মোবিলিটি এক্সপো-তে সামনে এনেছিল কোম্পানি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রি-বুকিংও।

ইয়ামাহার এই বাইকে মূলত ক্রোম কালার যোগ করা হয়েছে। যা সামগ্রিক দিক থেকে বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি একটি নতুন কালারও যোগ হল বিকল্পে। তবে এগুলি বাদে আরও কোনও পরিবর্তন করা হয়নি। এই রোডস্টার বাইকের নতুন এডিশনের দাম রাখা হয়েছে ভারতে ১.৩৯ লাখ রুপি।

 এই বাইকে পাবেন ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১২.২ হর্সপাওয়ার এবং ১৩.২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইক মাইলেজ দেয় ৪৮ কিমি প্রতি লিটার। যদিও বাইক চালক, বাইকের অবস্থা ও রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করে কমবেশি হতে পারে মাইলেজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft