বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

ইজতেমায় আগত ৫ মুসল্লির মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৭ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আগত পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বার্ধক্য জনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

মৃত্যু মুসল্লিরা হলেন, শেরপুর জেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল কালাম(৬৫), নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রামের মৃত মোহাম্মদ সুলতান উদ্দিনের ছেলে মো. আব্দুল হেলিম মিয়া (৬৫) ও দিনাজপুর জেলার শিবনগর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে মোহাম্মদ জহির উদ্দিন (৭০)। অপর দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাগরিব পর্যন্ত বার্ধক্য জনিত কারণে ইজতেমার দ্বিতীয় পর্বে আগত পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের ভেতর তিনজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুজনের  পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft