শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

ছাত্রলীগ করার জন্য অ-ছাত্রদেরও ক্যাম্পাসে না থাকার নির্দেশ
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ন

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাস ছাড়তে বলেছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বলেন, যেসব ছাত্রদের শিক্ষাজীবন শেষ হয়ে গেছে তাদের জরুরি কাজ ছাড়া ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই। বুধবার (৭ ফেব্রুয়ারি) ক্যাম্পাস পরিদর্শনের সময় ভাষা শহীদ রফিক ভবনের সামনে বেঞ্চে বসা সাবেক শিক্ষার্থীদের দেখে একথা বলেন তিনি।

জবি উপাচার্য বলেন, ক্যাম্পাসে থাকবে আমার বর্তমান শিক্ষার্থীরা। এখানে সাবেক শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া কোনও অবস্থানের দরকার নেই। ছাত্রলীগ করার জন্য অ-ছাত্রদেরও ক্যাম্পাসে না থাকার নির্দেশ দেন ড. সাদেকা হালিম।

এ সময় উপাচার্য ক্যাম্পাসের দ্বিতীয় গেইট পুনঃনির্মাণের ও সীমানাপ্রচীর নির্মাণ লক্ষ্যে পরিদর্শনে আসেন এবং নানা দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা যায়। তাই শিক্ষাজীবন শেষ হওয়ার পরও যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft